বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬   পৌষ ২৪ ১৪৩২   ১৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি: ইসি সানাউল্লাহ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬  

নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারকে জরুরি বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সেলের মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচনের আগে কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ করতে দ্রুত এসব অস্ত্র উদ্ধারের প্রয়োজন।

 

জুলাই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় স্বৈরাচারী সরকারের পতনের পর বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশের ইউনিট থেকে ৫ হাজার ৭৫৩টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ অস্ত্র এবং ৩০ শতাংশ গুলি এখনও উদ্ধার হয়নি। ইসি সানাউল্লাহ জানান, এই অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

 

রেহিঙ্গাদের পরিস্থিতি নিয়েও তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছেন। তিনি বলেন, শরণার্থী ক্যাম্পগুলো সিল করে দেওয়া এবং স্থলসীমান্ত ও সাগরপথে নজরদারি বাড়াতে হবে, যাতে কোনোভাবেই দুষ্কৃতকারীরা এসব ব্যবহার করে অপরাধ করতে না পারে।

 

তিনি আরও সতর্ক করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

এই বিভাগের আরো খবর