বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬   পৌষ ২৫ ১৪৩২   ১৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

তারেক রহমান গণতন্ত্রের ‘টর্চ বিয়ারার’: আমির খসরু

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৬  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এখন গণতন্ত্রের ‘টর্চ বিয়ারার’ বা পথ প্রদর্শক হিসেবে আখ্যায়িত করলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “গণতন্ত্রের মশাল শহীদ জিয়ার হাতে শুরু হয়েছিল, দীর্ঘ সময় বহন করেছেন খালেদা জিয়া। এখন সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে।”

 

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার স্মরণে জিয়া পরিষদ আয়োজিত দোয়া-মাহফিল ও শোকসভায় তিনি এসব কথা বলেন।

 

খালেদা জিয়াকে আপসহীন নেতা হিসেবে উল্লেখ করে আমির খসরু বলেন, “যারা দেশ ছেড়ে পালিয়েছে বা আসন্ন নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারা বিভিন্ন সময়ে আপস করেছে। কিন্তু বেগম খালেদা জিয়া জীবনশেষ পর্যন্ত কোনো আপস করেননি এবং স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালিয়েছেন।”

 

তিনি আরও বলেন, “খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ছোট অংশই ক্ষমতায় কাটে; জীবনের বড় সময় কেটেছে আন্দোলন, সংগ্রাম ও ত্যাগে। স্বৈরাচারের সঙ্গে আপস না করে তিনি সারাজীবন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন।”

 

এ সময় তিনি জনগণকে জীবনমান উন্নয়নের জন্য বিএনপির পরিকল্পনা জানিয়ে, জাতির মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর