বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬   পৌষ ২৪ ১৪৩২   ১৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬

দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬  

দেশের ১০ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে বিমান চলাচল, নৌ পরিবহণ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকবে, যদিও রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিনই আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। নদী অববাহিকা এলাকায় কুয়াশার ঘনত্ব তুলনামূলক বেশি হতে পারে। শুক্রবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে শনিবার তা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

 

কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে আগামী কয়েকদিন সারাদেশে শীতের প্রকোপ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই বিভাগের আরো খবর