বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬   পৌষ ২৫ ১৪৩২   ১৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ নোটিশ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৬  

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

 

বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশ রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করেন।

 

নোটিশে বলা হয়েছে, রেজা কিবরিয়া গত ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে কর্মী-সমর্থকদের সঙ্গে উপস্থিত থেকে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রচার চালিয়েছিলেন। এ ঘটনায় জিতু মিয়া সেন্টু নামে একজন ৪ জানুয়ারি লিখিত অভিযোগ দেন।

 

এর পাশাপাশি ৩ জানুয়ারি পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল তৈরি করে প্রচার চালানোর অভিযোগে মসফিকুজ্জামান চৌধুরী নোমান ৪ জানুয়ারি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

 

নোটিশে রেজা কিবরিয়াকে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত কমিটির কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাখ্যা পাওয়ার পর অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর