সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬   পৌষ ২১ ১৪৩২   ১৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে ‘বিপজ্জনক নজির’, উদ্বিগ্ন জাতিসংঘ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬  

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনাকে আন্তর্জাতিক অঙ্গনে একটি ‘বিপজ্জনক নজির’ হিসেবে উল্লেখ করেছেন। এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

শনিবার (৩ জানুয়ারি) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেন, ভেনেজুয়েলার পরিস্থিতির দ্রুত অবনতি মহাসচিবকে অত্যন্ত উদ্বিগ্ন করেছে। তার মতে, যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং এর প্রভাব দক্ষিণ আমেরিকার সামগ্রিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক হতে পারে।

 

গুতেরেস সংশ্লিষ্ট সব পক্ষকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, মানবাধিকার সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমেই এই সংকটের টেকসই সমাধান সম্ভব।

 

এদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, ভেনেজুয়েলার সাধারণ জনগণের নিরাপত্তা এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত এবং পরবর্তী সব সিদ্ধান্ত সেই বিষয়টি মাথায় রেখেই নেওয়া প্রয়োজন।

 

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের প্রেক্ষাপটে পরিস্থিতি পর্যালোচনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামী সোমবার সকাল ১০টায় জরুরি বৈঠক আহ্বান করেছে। এতে ভেনেজুয়েলার প্রতিনিধিদেরও অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

 

স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে কারাকাসে চালানো অভিযানে মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের ফেডারেল হেফাজতে রয়েছেন।

 

এ বিষয়ে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, অভিযানের অনুমোদন তিনি চার দিন আগেই দিয়েছিলেন।

এই বিভাগের আরো খবর