রোববার   ০৪ জানুয়ারি ২০২৬   পৌষ ২১ ১৪৩২   ১৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭

খালেদা জিয়ার পর তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬  

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে দলটির সর্বোচ্চ নেতৃত্বের পদটি শূন্য হয়েছে। এ প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দলের নতুন চেয়ারম্যান হচ্ছেন। তবে কবে, কখন এবং কী প্রক্রিয়ায় তাঁকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান ঘোষণা করা হবে–এ বিষয়ে এখনো দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

দলীয় দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় নেতৃত্ব সংক্রান্ত বিষয়টি দ্রুতই মীমাংসা করা প্রয়োজন। বিশেষ করে নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, লিফলেট ও ডিজিটাল পোস্টারে কার ছবি ব্যবহার করা হবে–এ নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে।

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর সকাল ছয়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে থাকা তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হন। যদিও এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘চেয়ারম্যান’ হিসেবে ঘোষণা করা হয়নি এবং দলীয় প্রচারেও এই পদবী ব্যবহার করা হচ্ছে না।

 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তফসিল ঘোষণার আগেই বিএনপির অনেক প্রার্থী নির্বাচনী ব্যানার, ফেস্টুন ও ডিজিটাল প্রচারসামগ্রী প্রস্তুত করেছেন, যেখানে প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহৃত হয়েছে। তবে তাঁর মৃত্যুর পর সেই প্রচার কৌশল নতুন করে বিবেচনার প্রয়োজন দেখা দিয়েছে।

 

নির্বাচনী আচরণবিধি-২০২৫ অনুযায়ী, কোনো প্রার্থী কেবল বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। এই বাস্তবতায় বিএনপি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির আইনি ও রাজনৈতিক সমাধান খুঁজতে চায়।

 

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, রাজনৈতিক সংবেদনশীলতা ও শোকের আবহ বিবেচনায় আপাতত বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি। তবে বাস্তবে দলের সব সিদ্ধান্ত, দিকনির্দেশনা ও কৌশল নির্ধারিত হচ্ছে তারেক রহমানকে কেন্দ্র করেই। সময় উপযোগী হলে আনুষ্ঠানিক ঘোষণাও আসবে।

 

এদিকে রাষ্ট্রীয় শোক ও দলীয় সাত দিনের শোক কর্মসূচি চলমান থাকলেও, শোক শেষ হলেই বিএনপি পূর্ণমাত্রায় নির্বাচনী মাঠে নামবে বলে জানিয়েছে দলীয় সূত্র। অনেক নেতা-কর্মীর মতে, প্রয়াত নেত্রী খালেদা জিয়ার স্মৃতি ও রাজনৈতিক উত্তরাধিকার এবারের নির্বাচনী প্রচারের অন্যতম শক্তি হিসেবে ব্যবহৃত হবে।

এই বিভাগের আরো খবর