রোববার   ০৪ জানুয়ারি ২০২৬   পৌষ ২১ ১৪৩২   ১৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দপ্তরে দুটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দুপুর দেড়টার কিছু আগে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। অপরদিকে, তার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ, যিনি সালেহ শিবলী নামেও পরিচিত।

 

নতুন এই নিয়োগের মাধ্যমে তারেক রহমানের দপ্তরের প্রশাসনিক ও গণমাধ্যম-সংক্রান্ত কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর