রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৭ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯

তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি গত সোমবার আপিল করেছিলেন। শনিবার (১০ ডিসেম্বর) শুনানি শেষে কমিশন তার পক্ষে রায় দেয়।

 

প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তাসনিম জারা। তিনি বলেন, 'নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে, ঢাকা-৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।'

 

তিনি আরও বলেন, 'গত এক সপ্তাহে আসলে খুব একটা অন্য রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। দেশে-বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। যখন রাস্তায় মানুষের সাথে কথা বলছিলাম, অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন, বলছেন দোয়া করছেন।' এই লড়াইয়ে যারা পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।

 

তাসনিম জারা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নিজের পছন্দের ফুটবল মার্কা বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে আবেদন করবেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশন নেবে। একই সঙ্গে প্রার্থিতা পুনর্বহাল করায় নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 

এর আগে, ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল করেছিলেন। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন জানিয়েছিলেন, প্রস্তাবক ও সমর্থক হিসেবে দেওয়া ১০ জনের মধ্যে ৮ জন ঢাকা-৯ আসনের ভোটার হলেও বাকি ২ জন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচনবিধি অনুযায়ী মনোনয়ন বাতিল করা হয়। তবে তখনই আপিলের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছিল।

 

তাসনিম জারা এর আগে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির সম্ভাব্য জোট গঠন নিয়ে বিতর্কের মধ্যেই তিনি দল ছাড়েন। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন।

এই বিভাগের আরো খবর