রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৭ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭

ভবিষ্যৎ সাংবাদিকতায় স্বাধীনতা নিশ্চিতে তারেক রহমানের আহ্বান

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬  

ভবিষ্যৎ সাংবাদিকতায় স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মতের পার্থক্য থাকতেই পারে, তবে তা যেন বিভাজনে পরিণত না হয়।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর এসব কথা বলেন তিনি।

 

তারেক রহমান বলেন, ‘হিংসা বা প্রতিহিংসা কখনো ভালো কিছু বয়ে আনে না। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে কিন্তু মতবিভেদ যেন না হয়। দলমত নির্বিশেষে সবাই মিলে সমস্যা সমাধান সম্ভব।’

 

সাংবাদিকতার স্বাধীনতা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই।’

 

দীর্ঘ সময় দেশে না থাকলেও দেশের পরিস্থিতির সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমি দেশে না থাকতে পারলেও সারাক্ষণ যোগাযোগ রেখেছি। সবার তথ্য রাখার চেষ্টা করেছি। গত ১৬ বছরে সাংবাদিকদের ওপর নির্যাতনের কথা আমি জানি। পাশপাশি আমার নেতাকর্মী এবং আমার মা নির্যাতনের শিকারের বড় উদাহরণ।’

 

দেশের পরিবেশ ও নদী দূষণের বিষয়েও গুরুত্ব দেন তারেক রহমান। এ বিষয়ে তিনি বলেন, ‘একের পর এক নদী দূষণ হচ্ছে। এর সমাধান নিয়ে সংসদে এবং সেমিনারে আলোচনা হওয়া উচিত।’

 

নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নতুন প্রজন্ম আশাবাদী হয়ে আছে। তাদের সব প্রত্যাশা হয়তো পূরণ করা সম্ভব নয়। সবাই এক হয়ে কাজ করলে জাতিকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব।’

এই বিভাগের আরো খবর