সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬

হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনা ও জয়কে অব্যাহতির সুপারিশ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬  

জুলাই-আগস্টের আন্দোলনের সময় ঢাকার ধানমন্ডি থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১১৩ জনের বিরুদ্ধে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।

 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক আবুল বাশার জানান, পিবিআই আদালতে প্রতিবেদন জমা দিয়ে ১১৩ জনের অব্যাহতির সুপারিশ করেছে। মামলার পরবর্তী শুনানির জন্য ৩ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে।

 

মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ধানমন্ডি-২৭ নম্বরে সীমান্ত স্কয়ারের কাছাকাছি কাজ শেষে বাসায় ফেরার পথে সাহেদ আলী আহত হন। সে সময় ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীসহ মোট ৯ জন আহত হয়েছিলেন। সাহেদের ভাই শরীফ নামের এক ব্যক্তি বাদী হয়ে শেখ হাসিনা ও ১১৩ জনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে চারজনকে গ্রেফতার করা হয়।

 

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মামলায় উল্লিখিত আহতদের নাম সংশ্লিষ্ট সরকারি গেজেটে পাওয়া যায়নি। এছাড়া মামলার ভুক্তভোগী শরীফের ঠিকানা ও পরিচয় যাচাই করে দেখা গেছে, তিনি হালের কাগজপত্র এবং উপস্থিতির মাধ্যমে ভুক্তভোগী প্রমাণ করতে পারেননি। চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য এজাহারে অন্তর্ভুক্ত হয়নি এবং মামলার সাক্ষীরাও পাওয়া যায়নি। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, পরবর্তীতে যদি আহতদের সঠিক তথ্য পাওয়া যায়, তখন অভিযোগপত্র দাখিল করা হবে।

এই বিভাগের আরো খবর