সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

দিনাজপুরে বিজিবির অভিযানে ১ লাখ ১৯ হাজার টাকার মাদক জব্দ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬  

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি এর তিনটি পৃথক বিশেষ অভিযানে প্রায় ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা মূল্যমানের বাংলা মদ ও ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এসময় একজন মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার এসব অভিযান পরিচালনা করা হয়।

 

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে 

বিজিবি জানায়, রোববার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এনায়েতপুর বিওপির একটি টহল দল দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২২/২-এস এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোদাবাড়ী শালবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮১ বোতল বাংলা মদ উদ্ধার করে।

 

একই দিন রাত ৯টায় গোবিন্দপুর বিওপির টহল দল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৬/৬-আর এলাকা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাজিগাঁও এলাকার সরিষা ক্ষেতে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

 

অন্যদিকে, রাত ৮টার দিকে কিশোরীগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ বিরল উপজেলার সীমান্ত পিলার ৩৩১/৫-এস এলাকা সংলগ্ন নোনাগ্রাম বড়পুল ব্রীজ এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় মোঃ শরিফ হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ বোতল ভারতীয় ফেন্সিডিল, একটি বাটন মোবাইল ফোন, একটি সিমকার্ড ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

 

পরে বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অদিতি রুমনাজ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত ফেন্সিডিল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

 

বিজিবি জানায়, উদ্ধারকৃত মালিকবিহীন মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, মাদক ও চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই বিভাগের আরো খবর