সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

বিশ্বের প্রথম দেশ হিসেবে মাস্কের স্টারলিংক ‘অচল’ করল ইরান

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬  

বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট কার্যক্রম কার্যত অচল করে দিয়েছে ইরান। সামরিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট সিগন্যাল বন্ধ করার এই উদ্যোগকে অত্যন্ত ব্যতিক্রমী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 

ইরান ওয়্যার জানিয়েছে, দেশটির ভেতরে কয়েক হাজার স্টারলিংক ডিভাইস সক্রিয় থাকলেও বর্তমানে সেগুলোর স্যাটেলাইট সংযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। প্রথম দিকে আপলিংক ও ডাউনলিংক ট্র্যাফিকের প্রায় ৩০ শতাংশ ব্যাহত হলেও কয়েক ঘণ্টার মধ্যেই সেই হার বেড়ে ৮০ শতাংশের উপরে পৌঁছে যায়।

 

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, আগের তুলনায় এখন ইরানে স্টারলিংক রিসিভারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও ইরান সরকার কখনোই এই সেবার আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি। ফলে দেশটিতে স্টারলিংক ব্যবহার আইনগতভাবে অবৈধ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

স্টারলিংক ডিভাইসগুলো স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগের জন্য মূলত জিপিএস সিগন্যালের ওপর নির্ভর করে। এই সিগন্যাল ব্যাহত হলেই ইন্টারনেট সংযোগ দুর্বল বা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

টাইমস অব ইসরাইলের তথ্য অনুযায়ী, গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর থেকেই ইরান জিপিএস সিগন্যাল জ্যাম করার কার্যক্রম বাড়িয়েছে। এর ফলে বিভিন্ন এলাকায় সংযোগ বিচ্ছিন্নতার মাত্রাও ভিন্ন রকম দেখা গেছে, কোথাও আংশিকভাবে ইন্টারনেট সচল থাকলেও অধিকাংশ স্থানে ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়েছে।

 

এদিকে দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই দ্রুত ইন্টারনেট পরিষেবা পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (১২ জানুয়ারি) তিনি জানান, ইন্টারনেট পুনরুদ্ধারে সরকার সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। একই সঙ্গে বিদেশি দূতাবাস এবং বিভিন্ন সরকারি দপ্তরের ডিজিটাল যোগাযোগ দ্রুত পুনঃস্থাপনের কথাও নিশ্চিত করেন তিনি।

 

সরকারবিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে গত চার দিন ধরে ইরানে সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও চরম মুদ্রাস্ফীতির প্রতিবাদে ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ দেশটির একাধিক শহরে ছড়িয়ে পড়েছে।

এই বিভাগের আরো খবর