মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬   পৌষ ৩০ ১৪৩২   ২৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

শ্রীপুরে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শ্রীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে গণভোট ও নির্বাচন বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভার স্লোগান ছিল: “সাংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে”।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য ও সুধীজনেরা অংশ নেন।

 

সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মেরাজুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ এবং মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান। এছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সভায় অংশ নেন।

এই বিভাগের আরো খবর