মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬   পৌষ ৩০ ১৪৩২   ২৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

ইরানে অস্থিরতা তীব্র আকার ধারণ করছে, প্রাণহানি ২,০০০ ছাড়িয়েছে

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬  

 

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ২,০০০ জনের মৃত্যু হয়েছে। দেশটির এক কর্মকর্তা এই তথ্য বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন, যদিও  এসময় আটক বা হতাহতের সংখ্যা জানাননি তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেন, “বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর জন্য দায়ী সন্ত্রাসীরা।” তবে তিনি বিস্তারিত বলেননি যে নিহতদের মধ্যে কারা বিক্ষোভকারী আর কারা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং নির্দিষ্ট কোনো পক্ষকেই দোষারোপ করেননি এই কর্মকর্তা।

 

মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ আশির দশকে ইরানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে বর্তমান পরিস্থিতি তুলনা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দম এক বিবৃতিতে জানিয়েছেন, “ইরানে বিক্ষোভকারীদের ওপর যে গণ-মৃত্যুদণ্ড বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঝুঁকি তৈরি হয়েছে তা অত্যন্ত ভয়াবহ।”

 

গত দুই সপ্তাহ ধরে দেশটির রাজধানী তেহরানসহ একাধিক শহরে কয়েক লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। নিরাপত্তা বাহিনীর কঠোর দমন ও শত শত মৃত্যুর খবর পাওয়া সত্ত্বেও আন্দোলনকারীরা দমে না গিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাসনের অবসান দাবি করছেন।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। আন্তর্জাতিক নেতা ও বিনিয়োগকারীরা তেহরানের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অস্থিতিশীলতা আরও তীব্র হওয়ায় মার্কিন সরকার দেশটিতে থাকা নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

এই বিভাগের আরো খবর