বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

দুদকের সাবেক কমিশনার জহুরুল হককে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬  

দুর্নীতির একাধিক গুরুতর অভিযোগের অনুসন্ধানে সাবেক দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার মো. জহুরুল হককে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে স্ত্রীসহ উপস্থিত হন তিনি। এরপর তাকে পৃথক একটি কক্ষে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সংস্থার সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

 

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে মো. জহুরুল হকের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গেটওয়ে ব্যবহারের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগও তার বিরুদ্ধে তদন্তাধীন।

 

এ ছাড়া ২০২১ সালে দুদকের কমিশনার পদে নিয়োগ পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের নামে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ নেন তিনি। এর আগেও রাজউক থেকে নিজের ও তার স্ত্রী মাছুদা বেগমের নামে আলাদাভাবে দুটি ৫ কাঠার প্লট নেওয়ার তথ্য পাওয়া গেছে।

 

দুদকের নথি অনুযায়ী, ২০২২ সালের ২৩ আগস্ট নিজের নামে বরাদ্দ পাওয়া ৫ কাঠার প্লটের পরিবর্তে ১০ কাঠার প্লট চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে আবেদন করেন মো. জহুরুল হক। পরবর্তীতে রাজউকের পূর্বাচল প্রকল্পের ১০ নম্বর সেক্টরের ৪০২ নম্বর রোডে তার বরাদ্দকৃত প্লটটি বাড়িয়ে ১০ কাঠা করা হয় এবং ২০২৪ সালের ৩০ জুন সেই প্লট তার নামে রেজিস্ট্রি সম্পন্ন করা হয়।

 

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (অ্যালটমেন্ট অব ল্যান্ডস) রুলস, ১৯৬৯ অনুযায়ী স্বামী-স্ত্রীর নামে আলাদা আলাদা প্লট বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। তবে এ বিধিমালা উপেক্ষা করেই একাধিক প্লট নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি বড় দুটি টেলিকম অপারেটরের কাছ থেকে বিপুল অঙ্কের ঘুষ গ্রহণ এবং সেই অর্থ পাচার করে বিদেশে একাধিক বাড়ি নির্মাণের অভিযোগও অনুসন্ধানে রয়েছে। এসব অভিযোগে তার স্ত্রীর সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

 

সর্বশেষ, আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের প্রায় ৯ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগে গত ৩ ডিসেম্বর মো. জহুরুল হকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

এই বিভাগের আরো খবর