শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬   মাঘ ২ ১৪৩২   ২৭ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

ঢাকাসহ যেসব আসনে নির্বাচন করবে এনসিপি

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬  

ঢাকাসহ দেশের বিভিন্ন আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইরে রেখেই ১১ দলীয় নির্বাচনী ঐক্য ২৫৩টি আসনে সমঝোতার ঘোষণা দিয়েছে।

 

জোট ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, আমার বাংলাদেশ পার্টি ৩টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে নির্বাচন করবে।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জোটের আসন ভাগাভাগির তালিকা প্রকাশ করেন।

 

এনসিপির জন্য ৩০টি আসন বরাদ্দ দেওয়া হলেও আপাতত ২৭টি আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ১১ দলীয় জোট। এসব আসনের মধ্যে রয়েছে— পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪, কুড়িগ্রাম-২, নাটোর-৩, সিরাজগঞ্জ-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-৩, ময়মনসিংহ-১১ এবং মুন্সীগঞ্জ-২।

 

ঢাকার যেসব আসনে এনসিপি প্রার্থী দেবে, সেগুলো হলো— ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১১, ঢাকা-১৮, ঢাকা-১৯ ও ঢাকা-২০।

 

এছাড়া গাজীপুর-২, নরসিংদী-২, ব্রাহ্মণবাড়িয়া-২, কুমিল্লা-৪, নোয়াখালী-২ ও ৬, লক্ষ্মীপুর-১, চট্টগ্রাম-৮, বান্দরবান এবং নারায়ণগঞ্জ-৪ আসনেও এনসিপি নির্বাচন করবে।

 

জোট নেতারা জানিয়েছেন, বাকি আসনগুলোর বিষয়ে প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এই বিভাগের আরো খবর