রোববার   ১৮ জানুয়ারি ২০২৬   মাঘ ৫ ১৪৩২   ২৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

ফেসবুক প্রভাবের বৈশ্বিক তালিকায় ট্রাম্পের ওপরে তারেক রহমান

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬  

বিশ্বসেরা ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণভিত্তিক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সোশ্যাল ব্ল্যাড প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তার অবস্থান ৬৩ নম্বরে।

 

রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

সোশ্যাল ব্ল্যাডের প্রকাশিত তালিকা অনুযায়ী, ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যা, আলোচনা ও সম্পৃক্ততার দিক থেকে তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে রয়েছেন। এই সূচকে তার অবস্থান বিশ্বব্যাপী আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেই পড়েছে।

 

সোশ্যাল ব্ল্যাডের তথ্যমতে, তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে মোট লাইক সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬-এ। একই সঙ্গে টকিং অ্যাবাউট বা এনগেজমেন্ট রয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২। এসব পরিসংখ্যানের ভিত্তিতে সোশ্যাল ব্ল্যাড র‌্যাঙ্কিংয়ে তার পেজটির অবস্থান ৪২তম এবং গ্রেডিং করা হয়েছে এ++।

 

সবশেষ ১৪ দিনে তার ফেসবুক পেজে যুক্ত হয়েছে প্রায় ৪৮ হাজার নতুন লাইক। প্রতিদিন গড়ে লাইক বৃদ্ধির হার ৩৯ হাজারের বেশি বলে জানিয়েছে সোশ্যাল ব্ল্যাড। এই ধারাবাহিক সক্রিয়তা ও সম্পৃক্ততার কারণে তারেক রহমানের ফেসবুক পেজটি বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী ও সক্রিয় রাজনৈতিক পেজ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

সোশ্যাল ব্ল্যাডের ব্যাখ্যায় বলা হয়েছে, যেসব ব্যক্তিকে কেন্দ্র করে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি, শেয়ার ও আলোচনা হয়, তাদেরই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে গণ্য করা হয়। সেই বিবেচনায় তারেক রহমান বর্তমানে বিশ্ব রাজনীতির শীর্ষ প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন।

এই বিভাগের আরো খবর