রোববার   ১৮ জানুয়ারি ২০২৬   মাঘ ৫ ১৪৩২   ২৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

পাগলবেশে ভাইরাল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬  

উস্কোখুস্কো চুল, ময়লা পোশাক আর মুখভর্তি কালচে মেকআপ-সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো এই লুক দেখে প্রথমে অনেকেই চিনতে পারেননি। নেটিজেনদের চোখে প্রশ্ন ছিল একটাই-কে এই নারী? খানিকটা সময় পর রহস্য ভাঙে। ভাইরাল সেই ভিডিওর চরিত্রটি আর কেউ নন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ে কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও কেয়া পায়েল যে চরিত্রের গভীরে ঢুকতে জানেন, সেটাই আবারও প্রমাণ হলো তার সাম্প্রতিক এই রূপান্তরে।

 

একেকটি নাটকে নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলার ক্ষমতার জন্য ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছেন তিনি। হঠাৎ করে কেয়া পায়েলের এই আমূল পরিবর্তন দেখে অনেকেই বিস্মিত হলেও জানা গেছে, এটি কোনো বাস্তব ঘটনা নয়; বরং একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। সম্প্রতি অভিনেত্রী কেয়া পায়েলের এই ভিন্ন লুকের একটি ভিডিও প্রকাশ করেন তার সহশিল্পী ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভিডিওতে দেখা যায়, ভবঘুরে কিংবা মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে অভিনয় করছেন কেয়া।

 

একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায়, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে এর বিচার চায়। ঠিক তখনই মোটরসাইকেলে করে সেখানে হাজির হন জোভান। তাকে দেখেই কেয়া তেড়ে যান এবং অদ্ভুত আচরণ শুরু করেন। ভিডিওটি শেয়ার করে মজার ছলে জোভান ক্যাপশনে লেখেন, ‘ছেমরি পাগল নাকি?? আমারে কয় খাইয়া লাইবো!’

 

ভিডিও প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। অনেক ভক্তই মন্তব্য করেছেন, প্রথম দেখায় তারা কেয়া পায়েলকে চিনতেই পারেননি। কেউ লিখেছেন, ‘কি মারাত্মক অভিনয়!’, আবার কেউ মেকআপ ও চরিত্র ফুটিয়ে তোলার প্রশংসা করে বলেছেন, ‘একদম বাস্তব মনে হয়েছে।’

 

সব মিলিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়ায় স্পষ্ট-চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে ফেলতে কেয়া পায়েলের সাহস ও নিবেদন প্রশংসার দাবি রাখে। ধারণা করা হচ্ছে, এটি কেয়া পায়েল ও ফারহান আহমেদ জোভান অভিনীত নতুন একটি নাটকের শুটিংয়ের অংশ। যদিও নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, এর আগেও এই জুটি একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছে।

এই বিভাগের আরো খবর