রোববার   ১৮ জানুয়ারি ২০২৬   মাঘ ৫ ১৪৩২   ২৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮

গাজার পুনর্গঠন তদারকিতে ‘বোর্ড অব পিস’ গঠন করেছেন ট্রাম্প

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬  

ট্রাম্প যুদ্ধ-পরবর্তী গাজার শাসন ও পুনর্গঠন তদারকির জন্য ‘বোর্ড অব পিস’ নামে একটি আন্তর্জাতিক কাঠামো গঠনের উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড। হোয়াইট হাউসের বরাতে এএফপি জানিয়েছে, এতে অংশগ্রহণের জন্য বিশ্বের একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

নতুন কাঠামোর মধ্যে তিনটি বোর্ড থাকবে- একটি প্রধান শান্তি বোর্ড, একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি এবং একটি গাজা নির্বাহী বোর্ড। শান্তি বোর্ডের চেয়ারম্যান হবেন ট্রাম্প নিজেই।

 

শান্তি বোর্ডে সদস্য হিসেবে থাকবেন মার্কো রুবিও, স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ধনকুবের মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং ট্রাম্পের সহযোগী রবার্ট গ্যাব্রিয়েল।

 

গাজার প্রশাসনের জন্য গঠিত ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির প্রধান করা হয়েছে সাবেক উপমন্ত্রী আলী শাআথকে।

 

গাজা নির্বাহী বোর্ডে থাকবেন স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার, টনি ব্লেয়ার, মার্ক রোয়ান, জাতিসংঘের সাবেক দূত নিকোলাই ম্লাদেনভ, সিগ্রিড কাগ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, কাতারের আলি আল-থাওয়াদি, মিসরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ, আমিরাতের রিম আল-হাশিমি এবং ইসরাইলি ব্যবসায়ী ইয়াকির গাবে।

 

এছাড়া বোর্ডে যোগ দেওয়ার জন্য আলবেনিয়া, আর্জেন্টিনা, কানাডা, সাইপ্রাস, মিসর ও তুরস্কের শীর্ষ নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর