রোববার   ১৮ জানুয়ারি ২০২৬   মাঘ ৫ ১৪৩২   ২৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে প্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারণ আজ

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬  

দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি না- এ বিষয়ে রোববার (১৮ জানুয়ারি) সিদ্ধান্ত ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সংক্রান্ত সব আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

 

ইসি সূত্র অনুযায়ী, যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের অধিকাংশ আপিলই দ্বৈত নাগরিকত্ব ইস্যুকে কেন্দ্র করে জমা পড়েছে। এখনো এসব আবেদনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। রোববার কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

 

এদিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির আজ শেষ দিন। শনিবার (১৭ জানুয়ারি) অষ্টম দিনের শুনানিতে মোট ১১২টি আপিল নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করেছে কমিশন।

 

নিষ্পত্তিকৃত আপিলগুলোর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি আবেদন মঞ্জুর হয়েছে এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২টি আবেদন। অপরদিকে, ৩৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন খারিজ হয়েছে।

 

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

এই বিভাগের আরো খবর