বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬   মাঘ ৯ ১৪৩২   ০৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬  

 

রাজধানীর সাইন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে এই পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ সূত্র জানায়, আইডিয়াল কলেজের দিকে অগ্রসর হওয়ার সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাইন্স ল্যাব মোড়ে বাধা দেওয়া হলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

 

শিক্ষার্থীদের অভিযোগ, গত দুই দিনে তাদের সাতজন সহপাঠী হামলার শিকার হয়েছেন। তারা দাবি করেন, আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে। এসব ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় নামলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

 

সংঘর্ষ চলাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পাল্টা প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরাও ইট-পাটকেল ছোড়ে। এতে মিরপুর রোডের নিউমার্কেট অংশ থেকে সাইন্স ল্যাব পর্যন্ত এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

সরেজমিনে দেখা যায়, সাইন্স ল্যাব ও নিউমার্কেট সংলগ্ন এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

 

উল্লেখ্য, গত বছরের ৯ নভেম্বর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একাধিক সংঘর্ষের পর পুলিশ ও কলেজ প্রশাসনের উপস্থিতিতে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়। সে সময় ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও নতুন করে সহিংসতায় জড়ানোর ঘটনায় ওই সমঝোতা ভেঙে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরো খবর