বুধবার   ২১ জানুয়ারি ২০২৬   মাঘ ৮ ১৪৩২   ০২ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

কালীগঞ্জে তিন ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

আবুল কালাম খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬  

গাজীপুরের কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ ও রেজিষ্টার ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করার অপরাধে তিনটি ফার্মেসীর মালিককে ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর ৪০ ধারায় ৩৯ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


বুধবার (২১ জানুয়ারী) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। 


ভ্রাম্যমান আদালত যুবরাজ মেডিকেল কর্ণারে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ ও রেজিষ্টার ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করার অপরাধে ফার্মেসী মালিক তানজির হোসেন আকাশকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন। পরে ইমার্জেন্সি মেডিকেল কর্ণারের মালিক মোজাফফর এবং মেডিমার্ট মডেল ফার্মেসীর মালিক দুলাল চন্দ্র সরকারকে রেজিষ্টার ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করার অপরাধে উভয়কে ২ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়। এসময় প্রসিকিউটর হিসেবে গাজীপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত¡াবধায়ক তানজিনা আফরিন, বেঞ্চ সহকারী মাহবুবুল আলম ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর