বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬   মাঘ ৯ ১৪৩২   ০৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

বিদ্রোহী প্রার্থীতে ৭৫ আসন নিয়ে উদ্বিগ্ন বিএনপি

তরুণকণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলের অভ্যন্তরীণ বিদ্রোহে বড় ধরনের চাপে পড়েছে বিএনপি। কঠোর সাংগঠনিক বার্তা, বহিষ্কারাদেশ, ভবিষ্যতে ক্ষমতায় গেলে মূল্যায়নের আশ্বাস এমনকি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি অনুরোধও বিদ্রোহী প্রার্থীদের দমাতে পারেনি। ফলে একাধিক আসনে ধানের শীষের প্রার্থীদের বিপরীতে নিজ দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের কারণে নির্বাচনী সমীকরণ জটিল হয়ে উঠেছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, ৩০০ আসনের মধ্যে অন্তত ৬৩টি আসনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে লড়ছেন বিএনপির ৭৪ জন নেতা। এ অবস্থায় ভোট বিভাজনের আশঙ্কায় ওই আসনগুলোতে বিএনপির প্রার্থীদের জয় নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে নামা এসব প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও বাস্তবে তার প্রভাব খুব একটা পড়েনি।

 

এ ছাড়া জোট রাজনীতির কারণে বিএনপি যে ১৭টি আসন শরিকদের ছেড়ে দিয়েছে, সেখানেও পুরোপুরি স্বস্তিতে নেই দলটি। এই ১৭টির মধ্যে মাত্র চারটি আসনে পরিস্থিতি তুলনামূলক অনুকূলে রয়েছে। বাকি ১৩টি আসনের মধ্যে ছয়টিতে নিজস্ব প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছেন বিএনপির প্রভাবশালী বা হেভিওয়েট নেতারা, যা জোট প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

অন্যদিকে, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা আটজন প্রার্থীর মধ্যে ছয়জনই নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আবার দুটি আসনে বিএনপি ও তাদের শরিক দলের উভয় পক্ষ থেকেই প্রার্থী থাকায় ভোটের মাঠ আরও বেশি অনিশ্চিত হয়ে উঠেছে।

 

সব মিলিয়ে অন্তত ৭৫টি আসনে জয়-পরাজয়ের হিসাব নিয়ে গভীর উদ্বেগে রয়েছে বিএনপি। দলীয় নেতৃত্বের আশঙ্কা, এসব আসনে বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি ভোট কাটাকাটির মাধ্যমে মূল প্রার্থীদের ক্ষতির মুখে ফেলতে পারে। নির্বাচন যত এগিয়ে আসছে, বিএনপির অভ্যন্তরীণ এই সংকট ততই প্রকট হয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এই বিভাগের আরো খবর