সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

অস্কারের ৯৭ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল ‘সিনার্স’

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬  

প্রেক্ষাগৃহে মুক্তির আগে যে সিনেমাটি নিয়ে খোদ হলিউড স্টুডিওর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই ‘সিনার্স’ এখন বিশ্ব চলচ্চিত্রের আলোচনার কেন্দ্রবিন্দু। গত ১৭ এপ্রিল মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে রায়ান কুগলারের এই মাস্টারপিস। গোল্ডেন গ্লোবে খুব একটা পাত্তা না পেলেও, একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৭ বছরের ইতিহাসে রেকর্ড ভেঙে সর্বোচ্চ ১৬টি মনোনয়ন বাগিয়ে নিয়েছে সিনেমাটি। মাত্র ৯০ মিলিয়ন ডলার বাজেটের এই মৌলিক চলচ্চিত্রটি বিশ্বজুড়ে ৩৬৮ মিলিয়ন ডলার ব্যবসা করে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে সফল আর-রেটেড মুভির তালিকায় স্থান করে নিয়েছে।

 

সিনেমাটির মূল শক্তি এর প্রেক্ষাপট ও নির্মাণশৈলী। জিম ক্রো আইনের যুগে দক্ষিণ আমেরিকার পটভূমিতে দুই যমজ ভাইয়ের প্রত্যাবর্তনের গল্পটি আইম্যাক্স ৭০ এমএম ফরম্যাটে ফুটিয়ে তুলেছেন কুগলার। এতে কৃষ্ণাঙ্গ সংস্কৃতির পাশাপাশি নেটিভ আমেরিকান মিথ এবং দক্ষিণ আমেরিকার চীনা অভিবাসীদের উপেক্ষিত ইতিহাসকেও নিপুণভাবে তুলে ধরা হয়েছে। অভিনেতা মাইকেল বি জর্ডান একই সঙ্গে দুই ভাইয়ের চরিত্রে শরীরী ভাষা ও কণ্ঠের সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে নিজের ক্যারিয়ার সেরা অভিনয় উপহার দিয়েছেন।

 

শুরুতে মাত্র দুই মাসে লেখা চিত্রনাট্য নিয়ে ওয়ার্নার ব্রাদার্সের বিনিয়োগকে অনেকে ‘পাগলামি’ বললেও, বক্স অফিস ও অস্কার মনোনয়ন সেই সব সংশয়কে মিথ্যা প্রমাণ করেছে। কস্টিউম ডিজাইনার রুথ ই কার্টার ও সেট ডেকোরেটর মনিক শ্যাম্পেনের নিখুঁত কাজে ১৯৩০-এর দশকের পরিবেশ জীবন্ত হয়ে উঠেছে। দ্য গার্ডিয়ানের মতে, গল্পের রহস্য ও ট্রেলারে ধোঁয়াশা রাখার কৌশলী বিপণনই দর্শকদের বারবার সিনেমা হলে ফিরিয়ে এনেছে। অস্কারে এই রেকর্ড ১৬ মনোনয়ন পাওয়ার পর পরিচালক কুগলার তাঁর পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একে ‘সিনেমার জয়’ বলে অভিহিত করেছেন।

এই বিভাগের আরো খবর