সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১

ভোট উপলক্ষে সারাদেশে ৩ দিনের ছুটি ঘোষণা

নাজমুল হুদা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সহকারী সচিব এ. বি. এম আবু বাকার ছিদ্দিক।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এই ছুটি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কার্যকর হবে। এর আগে, শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দেওয়ার সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

 

উল্লেখ্য যে, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের ছুটির পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় দেশের অধিকাংশ মানুষ টানা চার দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাবেন। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, সর্বস্তরের নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই এই দীর্ঘ ছুটির ব্যবস্থা করা হয়েছে। এর ফলে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছে নির্বাচন কমিশন।

এই বিভাগের আরো খবর