মঙ্গলবার   ১৪ মে ২০২৪   বৈশাখ ৩০ ১৪৩১   ০৬ জ্বিলকদ ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৩১

শিশির ভেজা পায়ে এলো হেমন্ত

আমিনুল ইসলাম শান্ত

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

বছর ঘুরে হেমন্ত এলো শিশির সিক্ত পায়েৃহাল্কা শীতের ছোঁয়া যেন লাগছে এসে গায়েৃ.। শরৎ শেষে হেমন্তের আগমনি বার্তা এখন প্রকৃতিতে। কালের পরিক্রমায় ভাদ্র-আশ্বিন পেরিয়ে প্রকৃতিতে এলো হেমন্ত। আজ হেমন্তের প্রথম মাস কার্তিকের প্রথম দিন। আজ থেকেই গণনা শুরু হলো হেমন্তের। ষড়ঋতুর দেশে কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল। ষড়ঋতুর এ দেশে হেমন্ত হলো চতুর্থ ঋতু।

অগ্রহায়ণের শেষ থেকেই শুরু হবে শীতকাল। তবে এখনই উত্তরাঞ্চলে দেখা দিয়েছে শীতের আগমনী বার্তা। সকাল এবং খুব ভোর বেলায় শরীরে অনুভূত হচ্ছে হালকা শীতল পরশ। খেজুর গাছে গাছে রস আহরণের জন্য গাছিরা প্রস্তুতি শুরু করেছে। সান্ধকালীন সিদ্ধডিম আর ভাপা পিঠার পসরাও বসতে শুরু করেছে নগরীর বিভিন্ন অলিগলিতে। লেপ-তোষক তৈরীর প্রস্তুতিও নিচ্ছেন ধুনকুররা।

তবে তার আগেই মাঠে মাঠে ফসলের প্রাচুর্য্যতা নিয়ে হাজির হয়েছে হেমন্ত। কিন্তু আগের মতো এখন আর হেমন্তের উৎসব রঙ ছড়ায় না কৃষকের আঙিনায়। মানুষের সংস্কৃতিগত পরিবর্তনের কারণে আচার অনুষ্ঠানে এমন পরিবর্তন বলে মনে করেন সাংস্কৃতিক কর্মীরা।

এখনই ভোর বেলায় কুয়াশার চাদরে ঢাঁকছে পথ-ঘাট, বিস্তীর্ণ ফসলের মাঠ। প্রভাতে কাঁচা হলুদের রঙ মেখে সূর্যের উপস্থিতি। সোনা রোদে ঝিলিক দিচ্ছে ঘাসের ডগা। ধান গাছের পাতায় জমাট বাঁধা স্নিগ্ধ শিশির। হেমন্তের সৌন্দর্য উপভোগের ফুরসত নেই গতরখাটা মানুষের।

বেলা বাড়ার সাথে সাথে ব্যস্ততা বাড়ে কৃষকের। নতুন ফসলের বীজ বুনতে মাটির বুকে চলে লাঙলের ফলা। নতুন সাজে ফসলের মাঠ। নির্মল প্রকৃতি আর দিগন্ত বিস্তৃত মাঠে পাকা ধানের সোনালী আভা। দখিনা বাতাসে দোল দিতে শুরু করেছে ধানের শীষ। আগাম আমন ধানে পাক ধরেছে। ধানের গোছায় কাঁচি দিতে শুরু করেছেন চাষিরা। এখনই নতুন ধানের গন্ধে কৃষকের ঠোটের কোণে খুশির ঝিলিক। আগের বর্ষপঞ্জি অনুযায়ী আজ ২ কার্তিক। ফলে এবার একদিন পর শুরু হলো হেমন্তের।

কারণ, বাংলা বর্ষপঞ্জি সংস্কার করেছে সরকার। ফলে এ বছর আশ্বিন মাস আসে ৩১ দিন নিয়ে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী- ভাষা দিবস, স্বাধীনতা ও বিজয় দিবসের বাংলা ও ইংরেজি তারিখের মিল রাখতে বাংলা বর্ষপঞ্জির কার্তিক মাস এবার কাগজে-কলমে শুরু হলো আজ (বৃহস্পতিবার) থেকে।

এই বিভাগের আরো খবর