সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

বিশ্বকাপের আগে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

মোঃ মাহাবুবুর রেহমান রাব্বি

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬  

আসন্ন ২০২৬ বিশ্বকাপের দামামা বাজার আগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে মার্চ মাসের আন্তর্জাতিক বিরতিতে হেভিওয়েট সব প্রতিপক্ষের মুখোমুখি হবে এই দুই দল।

 

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় আকর্ষণ ‘ফিনালিসিমা’। আগামী ২৭ মার্চ কাতারের সেই চেনা লুসাইল স্টেডিয়ামে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা মুখোমুখি হবে ইউরো জয়ী শক্তিশালী স্পেনের। এই ম্যাচ শেষ করে ৩১ মার্চ কাতারের মাটিতেই স্বাগতিকদের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল।

 

অন্যদিকে, কার্লো আনচেলত্তির অধীনে থাকা ব্রাজিলও বিশ্বকাপের আগে কঠিন পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে তারা দুটি হাইভোল্টেজ ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের মাটিতে। ২৬ মার্চ ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে নেইমার-ভিনিসিউসরা লড়বেন শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে। এরপর ১ এপ্রিল অরল্যান্ডোতে তাদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। এই ম্যাচগুলোতেই ব্রাজিল প্রথমবারের মতো তাদের বিশ্বকাপের নতুন জার্সি পরে মাঠে নামবে বলে নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

 

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া এই বিশ্ব আসরে ব্রাজিল খেলবে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। অন্যদিকে আর্জেন্টিনা শিরোপা রক্ষার মিশন শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে; তাদের গ্রুপে আরও রয়েছে অস্ট্রিয়া ও জর্ডান। এই প্রীতি ম্যাচগুলোই হবে কোচদের জন্য বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড বাছাই করার শেষ বড় সুযোগ।

এই বিভাগের আরো খবর