সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬   মাঘ ৬ ১৪৩২   ৩০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯

মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবিদ হাসান বাঁধন, জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬  

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ব্যাচের এক শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম আকাশ সরকার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।

 

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে নয়টার সময় গেন্ডারিয়া থানার ভাট্টিখানা মসজিদের এস কে দাস রোড়ের ৫৩/১, পঞ্চম তলায় তিনি আত্মহত্যা করেন। তিনি এই মেসেই থাকতেন। স্নাতক ডিগ্রী সম্পন্ন হলেও তার স্নাতকোত্তর চলমান ছিল।

 

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তৌহিদ চৌধুরী বলেন, "আকাশ ভাই সাধারণ জীবনযাপন করত। সে কখনো তার কষ্টগুলো প্রকাশ করত না। তার একটা সম্পর্ক ছিল এটা অনেকেই জানতো। যার সাথে সম্পর্ক ছিল তার বিয়ে হয়ে গেছে। আমরা কেউই বুঝতে পারিনি সে এতটা মানসিক চাপে ছিল। তিনি প্রাইমারি স্কুলে চাকরি করতেন এটা জানতাম, তার কর্মস্থলও ফরিদপুরে ছিল।"

 

একই বাসায় থাকা ইশতিয়াক বলেন, "আমার পরীক্ষা এজন্য পড়ছিলাম। পরে ভাইয়ের বান্ধবী আমাকে ফোন দিলে আমি রুমের দরজা ধাক্কা দিতে থাকি। এক পর্যায়ে দরজা খুলে যায়। এসময় ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে ফোন দেই।"

 

এদিকে ঘটনার বিষয়ে গেন্ডারিয়া থানার ওসি (তদন্ত) নাজমুল হাসান বলেন, আমরা রাত সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়েছি। খবর পেয়ে তাড়াতাড়ি ঘটনাস্থলে আসি। এসে মরদেহ উদ্ধার প্রক্রিয়া শেষ হয়। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত সম্পন্ন হবে। 

 

তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, আকাশের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তার ভাই আসছেন। পুলিশ থেকে রিপোর্ট পেলে পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর