সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬   মাঘ ৬ ১৪৩২   ৩০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩

মুন্সিগঞ্জে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬  

 

মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলায় নিজ বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন আমেনা বেগম (৩২) ও তার আট বছর বয়সী মেয়ে মরিয়ম। তারা দক্ষিণ রাজানগর এলাকার নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। আমেনা বেগমের স্বামী মিজান মিয়া।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় চার মাস আগে পরিবারটি ওই বাড়িতে ভাড়া ওঠে। সোমবার দুপুর ১২টার দিকে প্রতিবেশীরা বাসার ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। সেখানে মা ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

 

খবর পেয়ে সিরাজদীখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনী প্রক্রিয়া শুরু করে।

 

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।

এই বিভাগের আরো খবর