রোববার   ১৮ জানুয়ারি ২০২৬   মাঘ ৫ ১৪৩২   ২৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

কেন্দ্রীয় ছাত্রদলের মনোনীত নির্বাচনী প্রচারণার সমন্বয়ক ফেরদৌস

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬  

মৌলভীবাজার-২আসনে ধানের শীষের প্রার্থীর প্রচারণায় সমন্বয়কের দায়িত্ব পেলেন এহসানুল হক ফেরদৌস।

 

জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকুর পক্ষে নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর প্রচারণা জোরদার করতে সংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে এহসানুল হক ফেরদৌসকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কর্তৃক তাকে এই আসনে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রেখে দায়িত্বভার প্রদান করা হয়।

 

এহসানুল হক ফেরদৌস কুলাউড়া উপজেলার কৃতি সন্তান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক। দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘরে ঘরে বিএনপি'র চিন্তা ভাবনা রাষ্ট্র ও দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরা হবে এবং বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকুকে বিজয়ী করতে দলের নির্দেশনা অনুযায়ী সচেষ্ট ভাবে কাজ করে যাবো।

 

এহসানুল হক ফেরদৌসের বাড়ি কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের বাগজুর গ্রামের শামসুল হক এর ছেলে।

এই বিভাগের আরো খবর