রোববার   ১৮ জানুয়ারি ২০২৬   মাঘ ৫ ১৪৩২   ২৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

ইসি ভবনের সামনে বিজিবি মোতায়ন

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬  

 

নির্বাচন কমিশনের সামনে আইন-শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে বিজিবি মোতায়ন করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে রোববার (১৮ জানুয়ারি) সকাল থেকে বিজিবি কর্মীরা কমিশন ভবনের আশেপাশে অবস্থান নিয়েছেন। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে।”

 

এদিকে, ছাত্রদল একই দিনে কমিশনের বিভিন্ন সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাতে অবস্থান কর্মসূচি পালন করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল এবং যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে নির্বাচন কমিশন হটকারী এবং অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা স্বাধীন নির্বাচন কমিশনের পেশাদারিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।”

 

ছাত্রদলের নেতাকর্মীরা বেলা ১১টার দিকে কমিশন ভবনের সামনে জড়ো হন এবং পূর্ব নির্ধারিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি’ পালন করতে বসে থাকেন। সূত্র জানায়, রাত পর্যন্ত অবস্থান রাখার পরিকল্পনা করেছেন তারা।

এই বিভাগের আরো খবর