সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬   মাঘ ৬ ১৪৩২   ৩০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: দ্বিতীয় দফার রোডম্যাপ প্রকাশ করল ইসি

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬  

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফার রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ জানুয়ারি) এই রোডম্যাপ প্রকাশ করা হয়।

 

ইসি জানিয়েছে, মঙ্গলবারের মধ্যেই ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ২২ জানুয়ারি চূড়ান্ত গেজেট প্রকাশ পাবে।

 

রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সমন্বয় সভা করবে নির্বাচন কমিশন। পরবর্তী ধাপে ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। একই দিনে নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমোদন এবং নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ প্রক্রিয়াও চূড়ান্ত করা হবে।

 

এ ছাড়া ২ ও ৩ ফেব্রুয়ারি ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী মাঠপর্যায়ে পাঠানো হবে বলে জানিয়েছে কমিশন।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করলে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরো খবর