রোববার   ১৮ জানুয়ারি ২০২৬   মাঘ ৫ ১৪৩২   ২৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫

মুফতি আমির হামজাকে হত্যার হুমকি

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬  

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি হুমকির কথা জানান। মুফতি আমির হামজা লিখেছেন, “একটু জানিয়ে রাখি— গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ।”

তিনি আরও লিখেছেন, “আপনাদের কাছে অনুরোধ রইল— কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি আমার অনুপস্থিতিতে সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন।”

 

মুফতি আমির হামজা জানান, পাবনা-৪ আসনের বিএনপির এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব তাঁকে সরাসরি টেলিভিশন টকশোতে হুমকি দিয়েছেন। তিনি বলেন, আগামীকাল নিরাপত্তার জন্য থানায় জিডি করবেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে বিষয়টি জানাবেন।

 

নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কাছ থেকে হুমকি পাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “নির্দিষ্ট কোনো জায়গা না, সব মাধ্যম থেকেই হুমকি আসছে। নির্দিষ্ট করে নাম বলতে পারছি না। আগামীকাল পর্যন্ত বিষয়টা দেখব কী হয়। আগামীকাল জিডি করে আপনাদের জানাব।”

 

নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে তিনি জানান, “না, সেরকম মনে করছি না। বিষয়টি দল থেকে দেখছে।” এছাড়া পরিবারের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, “আমার মেয়েগুলো ছোট, চিন্তাতো হয় সবার। মানুষ তো সব এক রকম না। দেখলেন না হাদি সাহেবের কী হয়ে গেল।”

এই বিভাগের আরো খবর