রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৪

২০০০ টাকা ফি দিয়ে গুচ্ছের ফলাফল পুনঃনিরীক্ষণ

মাহির আমির মিলন জবি প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১  

শিক্ষার্থীরা ফলাফল পুনরায় যাচাই করতে দুই হাজার টাকা দিয়ে আবেদন করতে হবে। সেক্ষেত্রে যেসকল শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হবে তাদের টাকা ফেরত দেওয়া হবে। এই সংক্রান্ত নির্দেশনা গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) প্রকাশ করা হয়েছে।

(শনিবার) সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বলা হয়েছে, আগামীকাল রবিবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১টদ ৫৯ মিনিট পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের জন্য দুই হাজার টাজা পরিশোধ করে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন শেষে শিক্ষার্থীদের মুঠোফোনের মাধ্যমে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে যে সকল শিক্ষার্থীদের ফলাফল পরিবর্তন হবে তাদেরকে আবেদনের সম্পন্ন টাকা ফেরত দেওয়া হবে।

এই বিভাগের আরো খবর