মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২৪

স্মার্টফোনে পর্নো দেখায় শীর্ষে ভারত

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২০  

 

প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের একটি বিনোদন সাইটের প্রকাশিত তথ্য থেকে জানা গেছে ২০১৯ সালে মোবাইল ডিভাইস থেকে ৮৯ শতাংশ ব্যবহারকারী পর্নো দেখেছেন। আর স্মার্টফোন থেকে পর্ণ দেখার তালিকায় সবার উপরে রয়েছে ভারত।

প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ওই সাইটের তথ্য অনুযায়ী, গত বছর তাদের সাইটে মোবাইল ডিভাইস থেকে আসা দর্শকের সংখ্যা ৭৭ শতাংশে। এডাল্ট কনটেন্ট দেখার ক্ষেত্রে সাবর উপরে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। সেখান থেকে প্রাপ্তবয়স্কদের জনপ্রিয় ওই সাইটটিতে ঢোকার হার ৮১ শতাংশ। এরপর রয়েছে ব্রাজিল।

ভারতে মূলত কম দামের স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি ও সাশ্রয়ী ইন্টারনেটের ফলে ব্যবহারকারীরা এসব কনটেন্টের দিকে ঝুঁকছেন। ভারতে ৪৫ কোটির ওপর ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। দেশটিতে এখন প্রতি মাসে গড়ে ৯.৮ জিবি ডেটা ব্যবহার করছেন স্মার্টফোন ব্যবহারকারীরা।

এই বিভাগের আরো খবর