বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৬

রিয়াদ-সাকিবের লড়াইয়ের পরও ১৯০ রানে অলআউট মোহামেডান

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩  

শুরুর বিপর্যয় কাটিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসান প্রাণপন চেষ্টা করেছেন ইনিংসটাকে মেরামত করতে। মারমুখী আর হাত খেলে ফ্রি স্ট্রোক প্লে বাদ দিয়ে বেশ কিছুক্ষণ সিঙ্গেল-ডাবলসে খেলে খানিকদূর এগিয়েও গিয়েছিলেন সাকিব। রিয়াদও রান চাকা সচলের চেষ্টায় ছিলেন।

কিন্তু এ দুই সুপ্রতিষ্ঠিত তারকার লড়াই-সংগ্রামের পরও লড়াকু সংগ্রহ দাঁড় করাতে পারেনি মোহামেডান। আগের খেলায় বিকেএসপিতে সিটি ক্লাবের বিপক্ষে ৩৪৮ রানের হিমালয়সম স্কোর গড়া মোহামেডান আজ অলআউট হয়ে গেছে ১৯০ রানে।

উইকেটের আচরণ ঠিক ছিল না, ব্যাপারটা এমনও নয়। এ ম্যাচ দেখতে আসা জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন রীতিমত বিস্মিত চমৎকার ব্যাটিং উইকেটে মোহামেডানের এমন খাপছাড়া আর শ্রীহীন ব্যাটিং দেখে।

জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার একা নন, এ ম্যাচ কভার করতে আসা সব মিডিয়া কর্মীই একমত, উইকেট একদম ব্যাটিং ফ্রেন্ডলি। বল পিচ পড়ে ভালো গতি ও উচ্চতায় ব্যাটে এসেছে। মোহামেডানের ব্যাটারদের বেশিরভাগ দায়িত্বহীন শট খেলেই অকাতরে উইকেট দিয়েছেন।

এর মধ্যে মোহামেডানের দুই বাঁহতি টপ অর্ডার ইমরুল কায়েস আর সৌম্য সরকার আউট হন ব্রাদার্স মিডিয়াম পেসার মোহর শেখের বলে। লেগ মিডল স্টাম্পে পিচ পা ডেলিভারিকে পায়ের পাতায় ভর করে কব্জির মোচলে ফ্লিক খেলতে গিয়ে ডিপ মিড উইকেট আর ডিপ স্কয়ার লেগের মাঝামাঝি ধরা পড়েন ইমরুল আর সৌম্য। মিরাজ হন রান আউট।

সাকিব পুল করতে গিয়ে মিস টাইম করে উইকেট কিপার জাহিদউজ্জামানের বলে ক্যাচ দেন। একপ্রান্তে অনেকক্ষণ আগলে রেখে পঞ্চাশে পৌঁছে বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌস জাভেদের বলে তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন রিয়াদ।

রিয়াদ ৬৮ বলে ৫৮, সাকিব ৪৫ বলে ৩৭ আর ইংলিশ বাঁহাতি চায়নাম্যান বোলার লিনটট ৫২ বলে করেন ২৮ রান। বাকিরা চরম ব্যর্থ।
রনি তালুকদার খেলেননি এ ম্যাচে। অধিনায়ক ইমরুল কায়েস (৭), আরেক ওপেনার মাহিদুল ইসলাম অংকন (১৪), সৌম্য সরকার (৯), মেহেদি মিরাজ (৭), শুাভগত হোম ( ১২) আর আরিফুল (৪)- ৬ জন মিলে করেছেন মোটে ৪৪।

ব্রাদার্সের তরুণ অলরাউন্ডার আনিসুল ইসলাম ইমন আর পেসার মোহর শেখ ৩টি করে উইকেট পান। এর মধ্যে সাকিবের উইকেট জমা পড়ে ইমনের পকেটে।

সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান: ৪৫.৪ ওভারে ১৯০/১০ (ইমরুল ৭, অংকন ১৪, সৌম্য ৯, মিরাজ ৭, সাকিব ৩৭, রিয়াদ ৫৮, শুভাগত ১২, আরিফুল ৪, লিনটট ২৮, নাজমুল অপু ০; মোহর শেখ ৩/৩৫, রাহাতুল ফেরদৌস জাভেদ ২/৪৮, আনিসুল ইসলাম ইমন ৩/১৫)

এই বিভাগের আরো খবর