বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ৩ ১৪৩২   ২৬ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১

রাজনৈতিক বক্তব্যের জেরে বাংলাদেশি হাইকমিশনারকে তলব করলো দিল্লি

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫  

বাংলাদেশের এক রাজনৈতিক নেতার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকায় অবস্থানরত ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এই প্রেক্ষাপটে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে বাংলাদেশের হাইকমিশনারের কাছে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক আপত্তি জানানো হয়। একই সঙ্গে ঢাকায় ভারতীয় কূটনৈতিক মিশনের নিরাপত্তা ঘিরে যে আশঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরা হয়।

 

ভারতের অভিযোগ, বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) এক নেতা প্রকাশ্যে এমন বক্তব্য দিয়েছেন, যা সরাসরি ভারতবিরোধী ও উসকানিমূলক। ওই বক্তব্যে তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো যেগুলো ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত, ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেন। ভারত এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও অগ্রহণযোগ্য বলে মনে করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশনের আশপাশে নিরাপত্তা ঝুঁকি তৈরি করার ঘোষণাসহ কিছু চরমপন্থি তৎপরতার তথ্য বাংলাদেশি হাইকমিশনারকে জানানো হয়েছে। এসব বিষয় নিয়ে ভারতের গভীর উদ্বেগও তুলে ধরা হয়।

এ ছাড়া ভারত দাবি করেছে, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো সন্তোষজনক তদন্ত করেনি এবং এ বিষয়ে ভারতের সঙ্গে প্রয়োজনীয় তথ্যও ভাগাভাগি করা হয়নি।

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পারস্পরিক সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্কের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক গড়ে উঠেছে। ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে স্থিতিশীলতা বজায় থাকা এবং অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে।

উল্লেখ্য, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে ‘সেভেন সিস্টার্স’ সংক্রান্ত ওই বক্তব্য দেন।

ভারত বলছে, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।

 

এ অবস্থায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় চলাচলের ওপর কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে।

 

এই বিভাগের আরো খবর