বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ৩ ১৪৩২   ২৬ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতাকে অব্যাহতি

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫  

রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসসহ ৪৫ জনকে আদালত অব্যাহতি দিয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই রায় দেন। 

মির্জা আব্বাসের আইনজীবী আবু বকর সিদ্দিক ও মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবীদের মতে, ওই দিন চার্জগঠন শুনানি হওয়ার কথা ছিল। তারা আদালতে অব্যাহতির আবেদন করেন এবং শুনানি শেষে তা মঞ্জুর করা হয়।

 

অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম নিরব, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, ঢাকা-১৮ আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-৯ আসনের প্রার্থী ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।

 

পল্টন থানার মামলায় অভিযোগ, ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির এক হাজারের মতো নেতা-কর্মী কেন্দ্রীয় কার্যালয় থেকে শান্তিনগর ক্রসিং পর্যন্ত মিছিল করেন। সেখানে ইটপাটকেল নিক্ষেপ, যানবাহন ভাঙচুর ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ করা হয়। এছাড়া পুলিশকে হত্যার উদ্দেশ্যে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়, এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। মামলাটি দায়ের করেন তখনকার পল্টন থানার উপপরিদর্শক মেহেদী মাকসুদ। পরে ২৬ মার্চ চার্জশিট দাখিল করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনের বিরুদ্ধে। তবে উচ্চ আদালত মির্জা ফখরুল ও ব্যারিস্টার মওদুদ আহমেদকে অব্যাহতি দেন।

 

শাহজাহানপুর থানার মামলায় অভিযোগ ছিলো, একই দিনে মালিবাগ এলাকায় ১৫০-২০০ নেতা-কর্মী উচ্ছৃঙ্খল আচরণ করে পুলিশের কাজে বাঁধা দেন। তারা ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন, যার ফলে ৩ লাখ টাকার ক্ষতি হয়। মামলাটি দায়ের করেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক মো. আশরাফ আলী। পরে ২০ মার্চ চার্জশিট দাখিল করা হয় মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ২৩ জনের বিরুদ্ধে। একই মামলায় উচ্চ আদালত মির্জা ফখরুল ও ব্যারিস্টার মওদুদকে অব্যাহতি দেন।

 

এই বিভাগের আরো খবর