মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

তিতুমীর কলেজ প্রতিনিধি : সাদিকুল ইসলাম সাদিক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫  

​রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ৫৫তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৬ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এই জাতীয় দিবস পালন করা হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তাহমিনা ইসলাম বলেন, "বিজয় দিবস বাঙালি জাতির গৌরব এবং এই গৌরবের ঐতিহ্য ও সাহস নিয়ে সামনের দিনগুলোতে আমাদের পথ চলতে হবে।" বক্তব্যের শেষে তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এম. এম. আতিকুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এ.টি.এম যায়েদ হোসেন। অধ্যাপক ফাতেমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভাটি সম্পন্ন হয়।

এই বিভাগের আরো খবর