বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৬ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল একই পরিবারের ৩০ জনের লাশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫  

ফিলিস্তিনের পশ্চিম গাজা সিটিতে এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। ইসরাইলি বিমান হামলার দীর্ঘ সময় পর একটি বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে একই পরিবারের ৩০ সদস্যের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

 

 

সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে জানানো হয়, উদ্ধারকৃত লাশগুলো সালেম পরিবারের সদস্যদের। ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ১৯ ডিসেম্বর। সেদিন গাজা সিটির আল-রিমাল এলাকায় সালেম পরিবারের বাসভবন লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছিল ইসরাইলি বাহিনী।

উদ্ধারকর্মীদের আশঙ্কা, ওই হামলায় সালেম পরিবারের প্রায় ৬০ জন সদস্য প্রাণ হারিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিল তাদের দেহাবশেষ।

 

 

ধ্বংস হওয়া এই বাড়িটি ছিল গাজাজুড়ে ধসে পড়া ভবনগুলোর নিচে চাপা পড়া হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করার লক্ষ্যে সিভিল ডিফেন্সের শুরু করা প্রথম সংগঠিত উদ্ধার অভিযানের স্থান।

সংস্থাটি জানিয়েছে, অত্যন্ত সীমিত সরঞ্জাম—যার মধ্যে মাত্র একটি এক্সকাভেটর রয়েছে—তা নিয়েই তারা ধ্বংসস্তূপ সরানোর কঠিন কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের লক্ষ্য স্বজনহীন এই লাশগুলোকে অন্তত সম্মানের সাথে দাফন করা।

 

 

ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্যমতে, বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা ইসরাইলি বাহিনীর দখলে। গত ১০ অক্টোবর থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও, দখলদার বাহিনী একাধিকবার তা লঙ্ঘন করে উপত্যকার বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে।

 

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। সালেম পরিবারের এই ৩০টি লাশ উদ্ধার সেই দীর্ঘ মৃত্যুমিছিলের এক নির্মম সাক্ষী হয়ে রইল।

এই বিভাগের আরো খবর