বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ৩ ১৪৩২   ২৬ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

কলকাতার বিশৃঙ্খলা: মেসির ‘প্রতিশ্রুতি ভঙ্গ’কেই দায়ী করলেন সানি

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫  

লিওনেল মেসির সদ্য সমাপ্ত ভারত সফর ঘিরে আলোচনা যেন থামছেই না। বিশেষ করে গত ১৩ ডিসেম্বর কলকাতায় সল্ট লেক স্টেডিয়ামে ঘটে যাওয়া নজিরবিহীন বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় যখন আঙুল উঠছে আয়োজক ও ‘ভিআইপি কালচারের’ দিকে, ঠিক তখনই ভিন্ন সুর তুললেন ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার। তাঁর মতে, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য খোদ লিওনেল মেসিও দায় এড়াতে পারেন না।

 

 

মেসির সফর নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘স্পোর্টস্টার’-এ লেখা এক কলামে গাভাস্কার প্রশ্ন তুলেছেন—মেসি কি তাঁর চুক্তির মেয়াদ পূর্ণ করেছিলেন?

 

গাভাস্কার লিখেছেন, “কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মেসি ঘোষিত সময়ের তুলনায় অনেক কম সময় উপস্থিত ছিলেন। সবাই আয়োজকদের দোষ দিলেও, যিনি তাঁর প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন, তাঁর কথা বলা হচ্ছে না। চুক্তিতে কী ছিল তা প্রকাশ করা হয়নি। কিন্তু যদি তাঁর এক ঘণ্টা থাকার কথা থাকে এবং তিনি আগেই চলে যান, তবে মোটা অঙ্কের টিকিট কাটা ভক্তদের জন্য তা চরম হতাশার। সেক্ষেত্রে মূল দোষী তিনি এবং তাঁর সহযোগীরাই।”

 

 

কলকাতার বিশৃঙ্খলার অন্যতম কারণ ছিল ভিআইপিদের ভিড়। মেসি মাঠে ঢোকার পরই রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা ও ভিআইপিরা তাঁকে ঘিরে ধরেন। সাধারণ দর্শকরা মেসিকে একঝলক দেখার সুযোগও পাননি।

 

এ প্রসঙ্গে গাভাস্কার যুক্তি দেখান, “হ্যাঁ, তিনি ভিআইপিদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন, কিন্তু তাঁর কোনো নিরাপত্তা ঝুঁকি ছিল না। তিনি শুধু হেঁটে না বেড়িয়ে একটি পেনাল্টি কিক নিতে পারতেন বা দর্শকদের সঙ্গে সম্পৃক্ত হতে পারতেন। তাহলে ভিআইপিরা সরতে বাধ্য হতেন এবং জনতা তাদের নায়ককে অ্যাকশনে দেখতে পেত।”

 

 

গত ১৩ ডিসেম্বর যুব ভারতী স্টেডিয়ামে মেসিকে ঘিরে চরম অব্যবস্থাপনার সৃষ্টি হয়।

  • অল্প উপস্থিতি: সফরসূচি অনুযায়ী মেসির পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করার কথা থাকলেও, তিনি মাঠে ছিলেন মাত্র ২২ মিনিট।

  • ভিআইপি বিড়ম্বনা: ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো দি পলকে নিয়ে মেসি মাঠে নামতেই তাঁকে ঘিরে ধরেন বিশিষ্টজনেরা। আয়োজক শতদ্রু দত্ত মাইকে বারবার “প্লিজ মাঠ খালি করুন” বলে অনুরোধ করলেও কেউ কানে তোলেননি।

  • মেসির অস্বস্তি: ভিড়ের কারণে মেসিকে বিভ্রান্ত ও বিরক্ত দেখাচ্ছিল। পরিস্থিতির অবনতি দেখে নির্ধারিত সময়ের অনেক আগেই তাঁকে মাঠ থেকে বের করে নেওয়া হয়।

  • দর্শক ক্ষোভ: টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা গ্যালারিতে বোতল ছোড়েন এবং ভাঙচুর চালান।

 

 

স্টেডিয়ামের এই বিশৃঙ্খল পরিস্থিতির কারণে বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শেষ মুহূর্তে স্টেডিয়ামে আসার সিদ্ধান্ত বাতিল করেন।

গাভাস্কার তাঁর কলামের শেষে উল্লেখ করেন, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে মেসির সফর শান্তিপূর্ণ ছিল কারণ সেখানে প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। তাই কলকাতাকে একতরফা দোষারোপ করার আগে যাচাই করা উচিত—মেসির পক্ষ থেকেও চুক্তি বা প্রতিশ্রুতি ঠিকঠাক মানা হয়েছিল কি না।

এই বিভাগের আরো খবর