বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ৩ ১৪৩২   ২৬ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজ: ‘ট্রিট’ চাইলেন শান্ত, তবে....

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫  

আবুধাবিতে আইপিএলের মিনি নিলামের উত্তাপ ছুঁয়ে গেল বাংলাদেশের ক্রিকেটকেও। গতকালের এই নিলামে বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা) দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশের কোনো ক্রিকেটারের আইপিএলে এত চড়া দামে বিক্রি হওয়ার এটিই প্রথম নজির।

 

এই আকাশছোঁয়া দামের খবরে সতীর্থরা যখন উচ্ছ্বসিত, তখন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রতিক্রিয়া ছিল বেশ রসিকতাপূর্ণ। খবরটি শুনে খুশি হলেও মোস্তাফিজের কাছ থেকে ‘ট্রিট’ বা খাওয়ার আবদার মেটানো নিয়ে বেশ সংশয়ে আছেন তিনি!

 

 

গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজনে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে মেহেদী হাসান মিরাজের দলের কাছে হারের পর সংবাদ সম্মেলনে আসেন নাজমুল হোসেন শান্ত। ঠিক তখনই খবর আসে, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে দীর্ঘ দরাদরি শেষে মোস্তাফিজকে বিশাল অঙ্কে কিনে নিয়েছে কলকাতা।

 

সাংবাদিকদের কাছ থেকে খবরটি নিশ্চিত হওয়ার পর শান্ত বলেন, “শুনলাম। কত (দাম) জানি না... ভাই এটা খুবই খুশির খবর। আমার মনে হয় আপনাদের উচিত এটা যত ভালোভাবে উপস্থাপন করা যায় মানুষের সামনে।”

এ সময় সাংবাদিকরা পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, এত বড় লটারির পর মোস্তাফিজের কাছে ‘ট্রিট’ চাইবেন কি না? মুখের হাসি ধরে রেখেই শান্তর জবাব, “চেষ্টা করব (ট্রিট) নেওয়ার। করাবে না মনে হয় (ট্রিট)। সংশয় আছে।” শান্তর এই উত্তরে হাসির রোল পড়ে যায় সংবাদ সম্মেলনে।

 

 

মোস্তাফিজকে দলে নেওয়ার পরই নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি ভিডিও বার্তা প্রকাশ করে কলকাতা নাইট রাইডার্স। সেখানে মোস্তাফিজ বলেন, “হাই কেকেআর ভক্তরা। আমি মোস্তাফিজুর রহমান। কেকেআরের অংশ হতে পেরে আমি খুবই খুশি, আনন্দিত। দেখা হবে শিগগিরই।”

 

আইপিএলের চূড়ান্ত নিলাম তালিকায় নাম থাকলেও ডাক পাননি তরুণ পেসার নাহিদ রানা। তবে সিনিয়র সতীর্থের সাফল্যে তিনি খুশি। ব্যাটিং করার সময়ই খবরটি শুনেছেন জানিয়ে রানা বলেন, “শুনে অনেক ভালো লাগছে। খেলার ইচ্ছা (আইপিএলে) আছে। দেখা যাক সামনে।”

 

পেসার হাসান মাহমুদ বিষয়টিকে দেখছেন প্রেরণা হিসেবে। তিনি বলেন, “খুবই ভালো লাগছে। আমাদের বর্তমান জাতীয় দলের একজন খেলোয়াড় এত ভালো একটা অঙ্ক নিয়ে আইপিএলে খেলবেন, এটা যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগ্রহী, তাদের জন্য প্রেরণার।”

 

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফেসবুকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “মোস্তাফিজ ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে খেলবে এবার, যা বাংলাদেশের টাকায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। অভিনন্দন ফিজ। বর্তমান যে ফর্ম, তাতে অবাক হওয়ার কিছু নাই; বরং দারুণ কিছু করবে ইনশা আল্লাহ।”

এই বিভাগের আরো খবর