মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করলেন এনডিএম

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫  

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের পক্ষ থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

‎এসময় এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজমের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব আন্দোলনের সভাপতি আদনান সানি, সাধারণ সম্পাদক মিঠু আলীসহ যুব আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীরা।

‎শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের মূল আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

‎এনডিএম নেতৃবৃন্দ বিজয় দিবসের এই ঐতিহাসিক দিনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর