বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৬ জমাদিউস সানি ১৪৪৭

বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করলেন এনডিএম

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের পক্ষ থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

‎এসময় এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজমের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব আন্দোলনের সভাপতি আদনান সানি, সাধারণ সম্পাদক মিঠু আলীসহ যুব আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীরা।

‎শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের মূল আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

‎এনডিএম নেতৃবৃন্দ বিজয় দিবসের এই ঐতিহাসিক দিনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।