বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ৩ ১৪৩২   ২৬ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

`কাট` বলার পরও থামেননি তারা: সিনেমার সেটে যৌন নিপীড়ন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫  

সিনেমার রুপালি পর্দার রোমান্স অনেক সময় নেপথ্যের শিল্পীদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। ক্যামেরার সামনে আবেগে হারিয়ে যাওয়া নাকি পরিকল্পিত সুযোগ গ্রহণ—এই বিতর্কের মাঝেই বেরিয়ে আসছে বলিউড তারকাদের কিছু ভয়ংকর অভিজ্ঞতা। সম্প্রতি অভিনেত্রী সায়নী গুপ্ত এবং কিংবদন্তি রেখার পুরনো স্মৃতি আবারও আলোচনার তুঙ্গে নিয়ে এসেছে সিনেমার সেটে ঘটা অশালীন আচরণগুলোকে।

 

সায়নী গুপ্তের বিস্ফোরক অভিযোগ

রেডিও নাশাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঙালি অভিনেত্রী সায়নী গুপ্ত সরাসরি অভিযোগ করেছেন যে, পরিচালক 'কাট' বলার পরও তাঁর সহ-অভিনেতা চুমু খাওয়া বন্ধ করেননি।

 

সায়নী বলেন, “আমি নিজেও এমন পরিস্থিতিতে পড়েছি যেখানে পরিচালক থামতে বলার পরও এক অভিনেতা কিছুতেই চুমু খাওয়া থেকে নিজেকে বিরত করছিলেন না। অনেকে সুযোগ বুঝে অশালীন আচরণ করে।” ২০১৩ সালে ‘মার্গারিটা উইদ আ স্ট্র’ সিনেমায় কাজ করার অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে তিনি জানান, অন্তরঙ্গ দৃশ্যগুলো প্রযুক্তিগতভাবে সহজ হলেও কিছু মানুষের মানসিকতার কারণে তা দুর্বিষহ হয়ে ওঠে।

 

১৫ বছর বয়সে যৌন নিপীড়নের শিকার রেখা

 

বলিউড কুইন রেখার ক্যারিয়ারের শুরুটা ছিল অত্যন্ত ট্র্যাজিক। তাঁর জীবনীগ্রন্থ অনুযায়ী, জীবনের প্রথম সিনেমা ‘আনজানা সফর’-এর সেটে নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালক রাজা নাওয়াথির সঙ্গে যোগসাজশ করে চিত্রনাট্যের বাইরে গিয়ে রেখাকে ৫ মিনিট ধরে জোরপূর্বক চুমু খান।

পরিচালক 'কাট' না বলায় এবং সহকর্মীরা হাততালি ও সিটি দেওয়ায় মাত্র ১৫ বছর বয়সী রেখা সেটে অঝোরে কেঁদেছিলেন। বিশ্বজিৎ পরে দাবি করেন, তিনি কেবল পরিচালকের আদেশ পালন করেছিলেন।

 

নিয়ন্ত্রণ হারানো বিনোদ খান্না ও আতঙ্কিত ডিম্পল

 

বিনোদ খান্নার ক্যারিয়ারে এমন বিতর্কিত ঘটনা একাধিকবার ঘটেছে। ‘দয়াবান’ সিনেমায় মাধুরী দীক্ষিতের ঠোঁটে কামড় বসিয়ে দেওয়ার ঘটনা যেমন আলোচিত, তেমনি ‘প্রেম ধর্ম’ সিনেমার সেটে তাঁর আচরণ ছিল আরও ভয়াবহ।

পরিচালক মহেশ ভাট ‘কাট’ বলার পরও বিনোদ খান্না অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে আঁকড়ে ধরে চুমু চালিয়ে যান। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত ডিম্পল চিৎকার করে সাহায্য চান এবং পরে মেকআপ রুমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছিলেন।

 

অন্যান্য বিতর্কিত মুহূর্ত

  • বরুণ ধাওয়ান-নার্গিস ফাকরি: ‘ম্যায় তেরা হিরো’র একটি গানে ডেভিড ধাওয়ান বহুবার কাট বললেও বরুণ নার্গিসকে চুমু খেয়েই যাচ্ছিলেন।

  • অমিতাভ বচ্চন-শত্রুঘ্ন সিনহা: কেবল রোমান্স নয়, ‘কালা পাথর’ সিনেমার ফাইট দৃশ্যে অমিতাভ বচ্চন এতটাই ডুবে ছিলেন যে কাট বলার পরও শত্রুঘ্নকে মারতে থাকেন। শেষমেশ শশী কাপুর এসে তাঁকে থামান।

 

শিল্পের নামে এমন আচরণগুলোকে অনেক সময় 'কাজের প্রতি একাগ্রতা' বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও, ভুক্তভোগী অভিনেত্রীদের ক্ষোভ ও চোখের জল বলিউডের ভেতরের এক অস্বস্তিকর চিত্রই ফুটিয়ে তোলে।

 

এই বিভাগের আরো খবর