শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০২

ফণীর তাণ্ডবে নিহত ৬

প্রকাশিত: ৩ মে ২০১৯  

সকাল সাড়ে আটটায় প্রচণ্ড শক্তি নিয়ে ভারদের ওড়িশা উপকুলে আছড়ে পড়ে ঘুর্ণিঝড় ফণী। সবথেকে ক্ষতিগ্রস্ত পুরী, জগৎসিংপুর, কেন্দপড়া, খুরদা রোড। সাক্ষীগোপালে ঝড়ে গাছ পড়ে মৃত্যু হয়েছে একজনের।

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎহীন বহু এলাকা। বন্ধ ইন্টারনেট। ওড়িশার ১১ জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরীর সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস। গোপালপুর-সহ একাধিক এলাকায় বৃষ্টির সঙ্গে বইছে প্রবল হাওয়া। বিভিন্ন এলাকায় উপড়ে পড়েছে গাছ, ভেঙে পড়েছে হোর্ডিং।

জরুরি তৎপরতায় সাইক্লোন মোকাবিলায় নেমেছে প্রশাসন। কাজ করছে বিপর্যয় মোকাবিলা দল।

দুপুরে শক্তি কমিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এলাকায় ঢোকার কথা ফণির। তার আগেই সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে দিঘায়। ভারতের সৈকতগুলোতে টহলদারি চালাচ্ছে এনডিআরএফ, দিঘা পুলিশ।

এই বিভাগের আরো খবর