মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭০

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শেখ তন্ময়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

‘বাগেরহাট ২’ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শেখ সারহান নাসের তন্ময়। এ বছরের শুরু দিকে বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায় তাকে। অতিথি হিসেবে  বক্তব্য রেখে তুমুল আলোচনায় আসেন তিনি।

উচ্চ শিক্ষিত, সুদর্শন তন্ময়ের ছবি ও ভাষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার তৈরি করে। এরপর থেকে নিয়মিতভাবে আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে তার নজর কাড়া উপস্থিতি দেখা গেছে।

৩২ বছর বয়সী তন্ময় লন্ডন থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। দেশে ফেরেন ২০১৫ সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে শেখ হেলাল উদ্দীনের একমাত্র ছেলে তিনি।

সোশ্যাল মিডিয়ায় তন্ময়ের সুদর্শন চেহারার কারণে অনেকেই তাকে সিনেমার নায়ক হিসেবে দেখারও আগ্রহ প্রকাশ করেন। অনেক তরুণীকেই দেখা গেছে তন্ময়ের ছবি পোস্ট করে তার বন্দনা করতে। এখন দেখার বিষয় রাজনীতির ময়দানে তিনি কতটা সফলতা পান।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরো খবর