মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৭

আইজিপি কাপ অনূর্ধ্ব-১৯ কাবাডি প্রতিযোগিতায় বালাগঞ্জ থানা চ্যাম্পি

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১  

মঙ্গলবার (১৬ নভেম্বর) মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশ্বনাথ থানাকে ৪২-৯ পয়েন্টে পরাজিত করে বালাগঞ্জ থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সিলেট জেলা পুলিশের সহযোগিতায় প্রতিযোগিতায় মোট ১৩টি দল অংশগ্রহণ নেয়।

প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান এবং জেলা ক্রীড়া কর্মকর্তা নূর হোসেনসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও বিভিন্ন ক্রীড়া সংগঠক অন্যান্য দলের কোচ ম্যানেজার এসময় উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন- ‘কাবাডি আমাদের জাতীয় খেলা।

আমরা খেলাটি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আগামী ডিসেম্বরে আমরা উপজেলাভিত্তিক একটি টুর্নামেন্টের আয়োজন করব। কারণ, খেলাধুলায় যারা যুক্ত থাকে তাদের মন এবং শরীর সবসময় সুস্থ থাকে।

এই বিভাগের আরো খবর