শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৪

অবরোধ প্রত্যাহার, দাবি না মানলে ফের আন্দোলন

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১  

শিক্ষকদের আশ্বাসের পরই মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা৷

এর আগে দুপুর ১টা থেকে শুরু হওয়া অবরোধে শিক্ষার্থীদের ‘ঢাবির প্রহসন মানি না মানবো না’ ‘বিশেষ পরীক্ষা নিতে হবে নিতে হবে’ স্লোগান দিতে দেখা যায়।

এদিন দুপুরে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে বিশেষ পরীক্ষার বিষয়ে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন এবং আগামীকাল বিষয়টি নিয়ে সাত কলেজের অধ্যক্ষ জরুরি সভা করবেন বলে জানান। এরপরই শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০১৫-১৬ সেশনের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলে বিপর্যয় হয়েছে। ফলে অকৃতকার্য শিক্ষার্থীরা মাস্টার্সে ভর্তি হতে পারেনি। এ বিষয়টি এর আগে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।

এ বিষয়ে ইডেন মহিলা কলেজের আন্দোলনরত শিক্ষার্থী নুসরাত জাহান কেয়া জাগো নিউজকে বলেন, শিক্ষকরা আমাদের আশ্বাস দিয়েছেন যে, আগামীকাল সাত কলেজের অধ্যক্ষ মিলে মিটিং করবেন। মিটিংয়ে আমাদের পক্ষে সিদ্ধান্ত না এলে বৃহস্পতিবার সকালে আবারও আন্দোলনে নামবো।

এর আগে মঙ্গলবার দুপুর ১টায় বিশেষ পরীক্ষার দাবিতে আন্দোলনে নামে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা। এসময় প্রায় দুই ঘণ্টা নীলক্ষেত মোড় অবরোধ থাকায় আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

এই বিভাগের আরো খবর