বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪   আশ্বিন ২৫ ১৪৩১   ০৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৪

মুন্সীগঞ্জে শিক্ষকের কাছ থেকে চাঁদা দাবীর অভিযোগ 

স্টাফ রিপোর্টারঃ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪  

মুন্সীগঞ্জে শিক্ষকের কাছ থেকে চাঁদাদাবীর  অভিযোগ পাওয়া গেছে । মুন্সীগঞ্জ সদর থানার প্রাপ্ত তথ্য অনুযায়ী শিক্ষকের অভিযোগ এই যে , আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ মাইদুল হাসান (৩৪), পিতা- মোঃ আলাউদ্দিন সরকার, সাং- বাঘাইকান্দি, ইউনিয়ন- চরকেওয়ার, থানা ও জেলা- মুন্সীগঞ্জ।

আমি একজন সরকারী চাকুরীজীবী এবং আমি বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল ভূকৈলাশ ফজল করিম মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এই মর্মে আপনার থানায় হাজির হয়ে বিবাদী ১। আবুল কাশেম সাজী, পিতা: মৃত নুর ইসলাম সাজী ২। মিনাল সাজী, পিতা: আবুল কাশেম সাজী, ৩। শফিক সাজী, পিতা: মৃত, ছমিজউদ্দিন সাজী, ৪। সাহেল সাজী, ৫। মিরাজ সাজী পিতা: সেলিম সাজী, সর্ব সাং- বাঘাইকান্দি, ইউনিয়ন: চরকেওয়ার, পো: ভিটি হোগলা, থানা ও জেলা- মুন্সীগঞ্জ সহ আরো অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, উক্ত ব্যক্তিগণ এলাকার চিহ্নিত চাঁদাবাজ এবং সন্ত্রাসী প্রকৃতির। গত ২৫/০৯/২০২৪ ইং তারিখে বিকাল অনুমান ৫.০০ ঘটিকায় আমি বিদ্যালয় হইতে আমার নিজ গ্রাম বাঘাইকান্দির উদ্দেশ্যে যাতায়াত কালে উক্ত বিবাদীরা বাঘাইকান্দি বাজারের কবরস্থানের পাশে আমার পথরোধ করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া চড়-থাপ্পর মারে। আমি আমাকে মারার কারণ জানতে চাইলে তারা বলে যে, তোর ভাই (মোঃ মেহেদী হাসান রাজীব) আমাদেরকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা না দিলে তোরা বাঘাইকান্দি গ্রামে ঢুকতে পারবি না। আর তুই তোর ভাইকে বলে দিস যে, তোর ভাই যদি চাঁদা না দেয় তবে তোর ভাইকে জানে মেরে ফেলব। আর তুই কখনো বাঘাইকান্দি গ্রামে আসবি না, যদি তোকে এই গ্রামে দেখি তাহলে তোরও হাত-পা ভেঙ্গে দিবো।

বিবাদীরা যেকোনো সময় আমার ও আমার ভাইয়ের প্রাণনাশসহ অপূরণীয় ক্ষতি করতে পারে। আমি সরকারী চাকুরী করি বিধায় প্রতিদিনই আমাকে মুন্সীরহাট হইতে বাংলাবাজারের উদ্দেশ্যে আমার কর্মস্থলে যেতে হয়। এমতাবস্থায় আপনার আইনের আশ্রয় চাই এবং উপরোক্ত বিষয়ে যথাযথ আইনত ব্যবস্থা কামনা করি। অতএব, মহোদয়ের কাছে আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়াদি বিবেচনা পূর্বক উপরোক্ত বিবাদীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জনাবের আজ্ঞা হয়।

এই বিভাগের আরো খবর